ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু, ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল লতিফ (৪৮) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার মাদলা ইউনিয়নের ঢাকন্তা গ্রামের মৃত বশির উদ্দিনে ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল লতিফ তার অটোরিকশা নিয়ে ওই সড়ক দিয়ে অন্যপাশ থেকে আরেক পাশে যাচ্ছিলেন। এসময় বগুড়াগামী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে সজোরে ধাক্কায় দেয়। এতে অটোরিকশা থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়লে ওই ট্রাকের চাকায় নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সন্ধ্যায় শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম নিহতের বিয়ষটি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।