মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
সন্ধ্যায় মির্জাপুর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
স্বপন উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের তারা মৃধার ছেলে।
টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. সাহাদত হোসেন জানান, স্বপন দীর্ঘদিন ধরে কোকেনসহ বিভিন্ন মাদক বিক্রির সঙ্গে জড়িত। খবর পেয়ে বিকেলে ক্রেতা সেজে কোদালিয়া খেয়াঘাট এলাকা থেকে স্বপনকে এক কেজি কোকেনসহ আটক করা হয়। আফগানিস্তানে তৈরি এ কোকেন অন্তত দুই কোটি টাকায় বিক্রি হতো।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসআই