ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জাফলংয়ে বন বিভাগের ৫ একর জমি উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
জাফলংয়ে বন বিভাগের ৫ একর জমি উদ্ধার জাফলংয়ে বন বিভাগের ৫ একর জমি উদ্ধার, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের জাফলংয়ে দখলদারদের কবল থেকে বন বিভাগের পাঁচ একর জমি উদ্ধার করা হয়েছে।

বুধবার (০৮ নভেম্বর) দুপুরে জাফলং সোনাটিলা এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচ একর জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।

সিলেটের গোয়াইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিৎ কুমার পাল ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিনসহ বন কর্মী ও অর্ধশতাধিখ পুলিশ অভিযানে অংশ নেয়।

জাফলংয়ে বন বিভাগের ৫ একর জমি উদ্ধার, ছবি: বাংলানিউজসিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে  বাংলানিউজকে বলেন, 'উদ্ধারকৃত জমিতে পাথর ব্যবসায়ীরা ডাম্পিং ইয়ার্ড গড়ে তুলেন। সেসব এলাকায় অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত রাখা হবে।

তিনি আরো বলেন, উদ্ধারের পর পরেই এসব এলাকায় বন বিভাগের সীমানা পিলার বসানো হচ্ছে। অচিরেই সবুজায়নের কাজ শুরু হবে।

সিলেট বন বিভাগ সূত্র জানায়, জাফলং চৈলাখেল মৌজা এলাকায় রাস্তার দুই ধারে বন  বিভাগের প্রায় ২৫ একর ভূমি দখলদারদের কবলে চলে যায়। জমির দখল নিয়ে ডাম্পিং ইয়ার্ড গড়ে তোলেন পাথর ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এনএই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।