ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউতে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
ডিআরইউতে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব ডিআরইউতে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের নিয়ে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০১৭ শুরু হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল থেকে ডিআরইউর ক্যান্টিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসব শুরু হয়।

এরপর প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সাগর-রুনি মিলনায়তনে শুরু হবে সংগীত প্রতিযোগিতা।

এছাড়া আবৃত্তির ‘ক’ বিভাগের প্রতিযোগিতা দুপুর সাড়ে ১২টায় এবং আবৃত্তি ‘খ’ ও ‘গ’ বিভাগের প্রতিযোগিতা দুপুর ২টায় শুরু হবে।

সংগীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে বিকেলে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।