ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ী সীমান্তে ৪০ লাখ টাকার হেরোইন জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
গোদাগাড়ী সীমান্তে ৪০ লাখ টাকার হেরোইন জব্দ গোদাগাড়ী সীমান্তে হেরোইন জব্দ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের রেলবাজার এলাকা থেকে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়নের সদস্যরা। 

শুক্রবার (১০ নভেম্বর) সকালে এই অভিযান চালানো হয়। তবে এই ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।

 

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার জানান, গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের রেলবাজার খেয়াঘাট এলাকায় টহল দিচ্ছিলো।  

এ সময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি হেরোইন জব্দ করা হয়। জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।  

ধারণা করা হচ্ছে, বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা হেরোইন ফেলে পালিয়ে গেছে।

এ জন্য সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।  

জব্দ করা হেরোইন ব্যাটালিয়নের স্টোরে জমা করা হয়েছে। পরে তা জনসম্মুখে ধংস করা হবে বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।