ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

অপহরণের পর মুক্তিপণ আদায় নতুন কোনো ঘটনা নয়: আইজিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
অপহরণের পর মুক্তিপণ আদায় নতুন কোনো ঘটনা নয়: আইজিপি অপহরণের পর মুক্তিপণ আদায় নতুন কোনো ঘটনা নয়: আইজিপি

চাঁদপুর: পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, কোনো ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ আদায় কোনো নতুন ঘটনা নয়। বৃটিশ আমল থেকে এ ধরনের ঘটনা হয়ে আসছে। এখনও প্রতিবছর হচ্ছে।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে নতুন করে মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন, নব-নির্মিত ফটক উদ্বোধন ও পুলিশ লাইন্স মুক্তিযুদ্ধ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, অপহরণের ঘটনায় পুলিশ বাদী পক্ষ থেকে মামলা নিয়ে তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করে।

শুধুমাত্র অপহরণ নয়, পুলিশ সকল অপরাধমূলক কার্যক্রম দমনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড.এসএম মনিরুজ্জামান, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন ও শৃঙ্খলা) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

দুই দিনের সফরে শুক্রবার সকালে আইজিপি চাঁদপুরে আসেন। বিকেলে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করবেন তিনি। এরপর শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় আইজিপি চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য রাখবেন। দুপুর আড়াইটায় চাঁদপুর মডেল থানার নতুন ভবন উদ্বোধন, বিকেলে শহরের পুরান বাজারে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।