ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজে সংবাদ প্রকাশের পর বন্ধ রেললাইনে মাটি কাটা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
বাংলানিউজে সংবাদ প্রকাশের পর বন্ধ রেললাইনে মাটি কাটা রেললাইনের এই স্থান থেকেই মাটি কেটে নৌকাযোগে পাচার করা হচ্ছিলো

গাজীপুর: বৃহস্পতিবার (০৯ নভেম্বর) ‘গাজীপুরে রেললাইন থেকে মাটি কেটে বিক্রি ইটভাটায়’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় বাংলানিউজে।

সংবাদ প্রকাশের পরপরই গাজীপুরে ব্যাপক আলোচিত হয় ঘটনাটি। টনক নড়ে রেলওয়ে কর্তৃপক্ষের।

সাবধান হয়ে যায় মাটি কাটার সঙ্গে জড়িতরা। ফলশ্রুতিতে শুক্রবার থেকে সেখানে মাটি কাটা বন্ধ।

শুক্রবার (১০ নভেম্বর) রেললাইনের ওই স্থানে গিয়ে দেখা যায় মাটি কাটা ও বিক্রি বন্ধ করে দিয়েছে মাটি ব্যবসায়ীরা।

সরেজমিনে গিয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের মিরেরগাঁও এলাকায় তুরাগ নদের পাশে অবস্থিত ঢাকা-উত্তরবঙ্গগামী রেললাইন থেকে দীর্ঘ দিন ধরে নৌকাযোগে মাটি কেটে বিক্রি করছিলেন মাটি ব্যবসায়ী মামুন মিয়াসহ আরো কয়েকজন। এতে ঝুঁকির মুখে পড়েছিলো রেললাইনটি। এ নিয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাংলানিউজে সংবাদ প্রকাশ হয়।

সংবাদ প্রকাশের পর শুক্রবার (১০ নভেম্বর) থেকে রেললাইনের মাটি কাটা ও বিক্রি বন্ধ করে দেয় মাটি ব্যবসায়ীরা। ওই এলাকায় রেললাইনের আশপাশে কোন নৌকা ও মাটি ব্যবসায়ীদের দেখা যায়নি।

এ ব্যাপারে জয়দেবপুর রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশিদ জানান, ঘটনাস্থলে লোক পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। রেললাইন ও রেললাইনের জমি থেকে মাটি কাটা ও বিক্রির কোন নিয়ম নেই। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘন্টা, নভেম্বর ১০, ২০১৭
আরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।