সংবাদ প্রকাশের পরপরই গাজীপুরে ব্যাপক আলোচিত হয় ঘটনাটি। টনক নড়ে রেলওয়ে কর্তৃপক্ষের।
শুক্রবার (১০ নভেম্বর) রেললাইনের ওই স্থানে গিয়ে দেখা যায় মাটি কাটা ও বিক্রি বন্ধ করে দিয়েছে মাটি ব্যবসায়ীরা।
সরেজমিনে গিয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের মিরেরগাঁও এলাকায় তুরাগ নদের পাশে অবস্থিত ঢাকা-উত্তরবঙ্গগামী রেললাইন থেকে দীর্ঘ দিন ধরে নৌকাযোগে মাটি কেটে বিক্রি করছিলেন মাটি ব্যবসায়ী মামুন মিয়াসহ আরো কয়েকজন। এতে ঝুঁকির মুখে পড়েছিলো রেললাইনটি। এ নিয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বাংলানিউজে সংবাদ প্রকাশ হয়।
সংবাদ প্রকাশের পর শুক্রবার (১০ নভেম্বর) থেকে রেললাইনের মাটি কাটা ও বিক্রি বন্ধ করে দেয় মাটি ব্যবসায়ীরা। ওই এলাকায় রেললাইনের আশপাশে কোন নৌকা ও মাটি ব্যবসায়ীদের দেখা যায়নি।
এ ব্যাপারে জয়দেবপুর রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশিদ জানান, ঘটনাস্থলে লোক পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। রেললাইন ও রেললাইনের জমি থেকে মাটি কাটা ও বিক্রির কোন নিয়ম নেই। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘন্টা, নভেম্বর ১০, ২০১৭
আরএস/আরআই