শুক্রবার (১০ নভেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়।
আটক ছায়ের আলী রাণীনগর থানার পশ্চিম বালুভরা গ্রামের মৃত. সাহেব উল্লার ছেলে ও বিপ্লব সরদার একই গ্রামের আলম সরদারের ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জাতোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
টিএ