ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইল বাসচাপায় মামা-ভাগ্নে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
টাঙ্গাইল বাসচাপায় মামা-ভাগ্নে নিহত টাঙ্গাইল বাসচাপায় মামা-ভাগ্নে নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলে বাসচাপায় মামা-ভাগ্নে নিহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে মোটরসাইকেলে টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুর মোড় অতিক্রম করার সময় এ দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহতরা হলেন-সদর উপজেলার আগবিক্রমহাটি গ্রামের কাজল দাসের ছেলে সুব্রত দাস (২৮) এবং তার ভাগ্নে অরণ্য দাস (২২)। অরণ্য এনায়েতপুর এলাকার রামচন্দ্র দাসের ছেলে।

 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, দুপুরে মোটরসাইকেলে করে শিবপুর মোড় অতিক্রম করছিলেন সুব্রত ও অরণ্য। এসময়  ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সুব্রত নিহত হন। এতে গুরুতর আহত হন তার ভাগ্নে অরণ্য। এ অবস্থায় অরণ্যকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  


দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।