শুক্রবার (১০ নভেম্বর) সকালে বরিশাল নগরের সোহেল চত্বর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও বরিশাল- ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইউনুস বলেন, খালেদা জিয়া যে দিবা স্বপ্ন দেখেন তা বাংলার মানুষ দেখেন না। যারা এতিমদের টাকা আত্মসাৎ করে তাদের আর কেউ ভোট দেবে না।
সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহমেদ, জেলা মহিলা লীগের সভাপতি ফেরদৌসি জাহান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এমএস/আরআইএস/