শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আমড়াগাছিয়া সিংবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সরোয়ার খান (৩৫), শুভংকর হালদার (৩২), স্বর্ণা দে (১৯), মিলন শেখ (৩৫), সুফিয়ান (৩০), ইয়াছিন (২৫) ও দুলাল হাওলাদার (৪৫)।
এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক সরোয়ার ও যাত্রী শুভংকরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ইজিবাইক ও মোটরসাইকেল জব্দ করেছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
টিএ