ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৪দিন পর অপহৃত শিশু উদ্ধার, চাচি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
সিরাজগঞ্জে ৪দিন পর অপহৃত শিশু উদ্ধার, চাচি গ্রেফতার সিরাজগঞ্জে উদ্ধারকৃত শিশু ও তার চাচি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অপহরণ হওয়ার ৪ দিন পর শান্ত নামে একটি শিশুকে (৫) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিরিনা বেগম (২৮) নামে ওই শিশুর চাচিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া শান্ত সিরাজগঞ্জ শহরের হোসেনপুর পুঠিয়াবাড়ী মহল্লার আনারস ঘাট এলাকার আমিরুল ইসলামের ছেলে এবং আটক শিরিনা বেগম বগুড়া জেলার সারিয়াকান্দি থানার ধারা বাদশা গ্রামের সেবাত আলীর মেয়ে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে কৌশলে শান্তকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় তার চাচি। এ ঘটনায় পরদিন (৮ নভেম্বর) শিশুটির মা শান্তনা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় তার চাচিকেও গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, অপহৃত শান্তর চাচা আল-আমিন টাঙ্গাইলের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করা অবস্থায় প্রায় ৮ মাস আগে বিয়ে করেন। সেটা ছিল উভয়ের দ্বিতীয় বিয়ে। সম্প্রতি আল-আমিন শিরিনাকে ফেলে রেখে সিরাজগঞ্জে চলে আসেন। সেসময় থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সোমবার (৬ নভেম্বর) রাতে শিরিনা তার স্বামীর খোঁজে সিরাজগঞ্জে আমিরুলের বাড়ি আসেন। রাতে সেখানে অবস্থান করেন। পরদিন আল-আমিনের খোঁজে সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা যাওয়ার কথা বলে আমিরুলের ছেলে শান্তকে কোলে নিয়ে পালিয়ে যায়। তারপর সে মোবাইল ফোনে তার স্বামীকে পাঠিয়ে দিলে শান্তকে ফিরিয়ে দেয়া হবে বলে জানায়। পরে শান্তর মা শান্তনা খাতুন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া শিশুটিকে শনিবার আদালতে হাজির করে ২২ ধারায় জবানবন্দী নেয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।