ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
ঢাকা নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে আহত ২

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে চা দোকানদারসহ দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের একজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন চা বিক্রেতা রুবেল হোসেন (৩৫) ও হকার সোবাহান মিয়া (৪০)।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।  

ঢামেক জরুরি বিভাগ সূত্র জানায়, রুবেলের পেটে ও মাথায় এবং সোবাহানের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। রুবেলের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে আহত সোবাহানের ছেলে সাদ্দাম হোসেন ঢামেকে ছুটে আসেন। তিনি জানান, নিউমার্কেট বটতলা এলাকায় ঘটনাটি ঘটে। মাদক বিক্রেতা শাকিল, বাবলা, সোহেল, জুয়েল তার বাবা ও রুবেলকে ছুরিকাঘাত করেছে।  

তবে কী কারণে ছুরিকাঘাত করেছে তা জানাতে পারেননি সাদ্দাম।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, রাসেল নামে এক ব্যক্তি তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি রাসেল।

বিষয়টি নিউমার্কেট থানায় জানানো হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এজেডএস/এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।