ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে মাদকসহ ২ বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
কামারখন্দে মাদকসহ ২ বিক্রেতা গ্রেফতার

সিরাজগঞ্জ: জেলার কামারখন্দ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঁশতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- উপজেলার ধোপাকান্দি গ্রামের মৃত নুরাল সরকারের ছেলে ইসমাইল হোসেন সরকার (৩০) ও আব্দুল খালেক সরকারের ছেলে আব্দুল মজিদ সরকার (৩৫)।

কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার আতোয়ার রহমান বাংলানিউজকে জানান, বাঁশতলা বাজারে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবা ও ১৭০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

মাদক ব্যবসায়ী ইসমাইলের বিরুদ্ধে কামারখন্দ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।