শনিবার (১১ নভেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯। এর আগে শুক্রবার (১০ নভেম্বর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাইজহাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯ সিলেট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো.মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, র্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে মোশারফকে আটক করে। এসময় মোশারফের দেওয়া তত্ত্বে মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তির চায়ের দোকান থেকে ২০০টি ৫০০ রুপির জাল নোট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার করা জাল নোটসহ মোশারফকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
টিএ