ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
শিবগঞ্জে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ দুই যুবককে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের পাগলা নদীর পাশের আম বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুই যুবক হলেন- উপজেলার মনাকষা ইউনিয়নাধীন সাতরশিয়া গ্রামের মৃত সহিমুদ্দিনের ছেলে আলাউদ্দিন (৪৫) ও একই গ্রামের সবেদ আলির ছেলে বাবুল (৩৫)।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদ উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শরৎনগর গ্রামের পাগলা নদীর পাশের আম বাগানে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।