ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ময়মনসিংহে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সমাবেশ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সমাবেশ-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: ‘নো বিসিএস, নো ক্যাডার’ স্লোগান নিয়ে জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি-২০১০’র আলোকে ক্যাডার বর্হিভূত করে স্বতন্ত্র বিধিমালা জারির দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে নগরীর টাউন হল মাঠে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, ময়মনসিংহ সাংগঠনিক বিভাগ এ সমাবেশের আয়োজন করে।  

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী এতে সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তব্য দেন-সমিতির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক মাহবুব সরফরাজ, কেন্দ্রীয় সমাজকল্যাণ সচিব প্রফেসর আমির হোসেন, ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম মহাসচিব নূরুল আফছার, ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আরিফুল মাওলা, মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালাউদ্দিন কাইজার, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর মোতালেব হোসেন প্রমুখ।

বক্তারা সরকারের কলেজ জাতীয়করণ প্রক্রিয়াকে স্বাগত জানালেও জাতীয়করণ করা শিক্ষকদের বিধি বহির্ভূতভাবে ক্যাডারে আত্তীকরণের বিরোধিতা করেন। আগামী ১৬ নভেম্বরের মধ্যে তাদের দাবি মানা না হলে ১৭ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণাসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিসিএস শিক্ষক নেতারা।

সমাবেশে ময়মনসিংহ বিভাগের ১৮টি সরকারি কলেজ ও মাউশি আঞ্চলিক কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।