শনিবার (১১ নভেম্বর) বিকেলে ফুলবাড়ী উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রট দেবেদ্রনাথ উরাঁও এ জরিমানা করেন। এর আগে, শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ওই উপজেলার কুটিচদ্রখানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
জরিমানা প্রাপ্তরা হলেন- উপজলার চদ্রখানা গ্রামের মঞ্জুরুল ইসলাম (২৬), মাজেদুল হক (২৭), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ফরিদপুর গ্রামের রুবেল মিঞা (২৫), একই জেলার সদর উপজলার শান্তিবাগ গ্রামের আতিকুর রহমান (২৬) ও আশরতপুর চকবাজার গ্রামের বিদ্যুত সরকার (২৭)।
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মহুবর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল সেবনকালে হাতেনাতে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়।
বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেকের ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এফইএস/এসআরএস