শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে প্রায় তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, নদীতে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ও পল্টুনে ফেরি ভেড়াতে অধিক সময় লাগছে।
তিনি আরও বলেন, দৌলতদিয়া ঘাটে প্রায় তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এরমধ্যে প্রায় ১শ’ যাত্রীবাহী বাস ও দুই শতাধিক ট্রাক রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়ার চারটি ফেরিঘাটই সচল রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আরবি/