ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: নাব্যতা সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরিসহ সব প্রকার নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এতে উভয়ঘাটে পারের অপেক্ষায় আটকা পড়ছে শত শত যানবাহন।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে প্রায় তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম।
 
শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, নদীতে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ও পল্টুনে ফেরি ভেড়াতে অধিক সময় লাগছে।

নব্যতা বাড়াতে পাটুরিয়ার বেসিংয়ে তিনটি ও দৌলতদিয়ায় তিনটি ড্রেজার কাজ করছে। কিন্তু পাটুরিয়ায় বেসিংয়ের পাশেই চ্যানেলটা সরু, যার কারণে একসঙ্গে দু’টি ফেরি আপ-ডাউন করতে পারছে না। ফলে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। মূলত এজন্যই উভয়ঘাটে যানবাহন এসে সিরিয়ালে আটকে থাকতে হচ্ছে।
 
তিনি আরও বলেন, দৌলতদিয়া ঘাটে প্রায় তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এরমধ্যে প্রায় ১শ’ যাত্রীবাহী বাস ও দুই শতাধিক ট্রাক রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়ার চারটি ফেরিঘাটই সচল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।