ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
বাজিতপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে (০৫) বলাৎকার করেছেন রাসেল মিয়া নামে এক যুবক।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরারচর ইউনিয়নের বাল্লা গ্রামের একটি মনোহারী দোকানের ভেতর এ ঘটনা ঘটে।

রাসেল বাল্লা গ্রামের স্বপন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় এলাকার একটি দোকানে চকলেট আনতে যায় ওই শিশু। এসময় চকলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে বলাৎকার করেন রাসেল। পরে এ ঘটনা জানাজানি হলে রাসেল পালিয়ে যান।

শিশুটির পরিবারের পক্ষ থেকে বাজিতপুর থানাকে বিষয়টি জানালে শনিবার (১১ নভেম্বর) সকালে মামলা দায়ের করা হয়। এছাড়া শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।