শনিবার (১১ নভেম্বর) দুপুর থেকে দিনব্যাপী জেলার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী হাওরাঞ্চল ঘুরে প্রত্যেক কৃষককে নগদ দুই হাজার টাকা করে বিতরণ করা হয়।
ঢাকাস্থ নেত্রকোনা জেলা সমিতির আয়োজনে ও নেত্রকোনা জেলা প্রশাসনের সহযোগিতায় এ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা সমিতির সভাপতি ও আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়কারী মুহ. আব্দুল হান্নান খান, কর্নেল নূর খান (অব.), বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়ালীউল হাসান, সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক অর্পিতা খানম সুমি, আব্দুল মান্নান খান, দপ্তর সম্পাদক মিজানূর রহমান খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এনটি