শনিবার (১১ নভেম্বর) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলানায়তনে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এমনকি ২০১৪ সালের নির্বাচনকে বানচাল করার জন্য যেভাবে সারা দেশে তাণ্ডবলীলা চালানো হয়েছিল।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. হামিদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আবু বক্কর সিদ্দিকি। সদর উপজেলার ৬৮৪ জন কৃষকের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এর আগে ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ঝালকাঠির আকলিমা মোয়াজ্জেম মহা বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করে শিল্পমন্ত্রী।
এছাড়া একই দিনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল আঞ্চলিক সম্মেলনেরও উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমএস/এসএইচ