ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
বীরগঞ্জে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

দিনাজপুর: দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মিলনপুর এলাকায় মো. শরীফ (৪০) নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহত শরীফ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজী মিলনপুর গ্রামের চান মিয়ার ছেলে।

বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শরীফ শনিবার রাতে স্থানীয় রথ বাজার থেকে বাড়ি ফেরার পথে মিলনপুরে পৌঁছালে তাকে কুপিয়ে আহত করে রাস্তার ধারে ফেলে যায় দুর্বৃত্তরা।

তিনি জানান, পথচারীরা দেখতে পেয়ে শরীফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার তদন্ত ও জড়িতদের আটকে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।