ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পানছড়িতে গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
পানছড়িতে গাঁজাসহ আটক ২

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শনিবার (নভেম্বর ১২) রাতে আধা কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন পানছড়ির তালুকদার পাড়ার তুফান বড়ুয়ার মেয়ে গাঁজা বিক্রেতা কমলা বড়ুয়া (৪০) ও ক্রেতা আকবর হোসেন (২২)।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টায় পানছড়ি বাজারের ইউসুফ ডিলারের “স” মিল এলাকা থেকে কমলা বড়ুয়া ও আকবর হোসেনকে আটক করা হয়।

পরে তল্লাশি করে তাদের কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।