ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা: রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সরোয়ার হোসেন টিটু  (৩০) নামের এক ব্যবসায়ী। বাড্ডার গুদারাঘাট এলাকার বাসিন্দা টিটু মোটরসাইকেল চালানোর সময় বাসের ধাক্কায় নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (নভেম্বর ১১) দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় টিটুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ শেখ জানান বাড্ডা লিংক রোড মেইন রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী তুরাগ বাস টিটুর  মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায় বলে জানিয়েছেন মাসুদ শেখ।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এজেডএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।