ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ডিএসসিসি’র বিরুদ্ধে নজিরবিহীন ট্যাক্স বৃদ্ধির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ডিএসসিসি’র বিরুদ্ধে নজিরবিহীন ট্যাক্স বৃদ্ধির অভিযোগ ডিএসসিসি’র বিরুদ্ধে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর অভিযোগ এনে এ সংক্রান্ত কাগজপত্র তুলে ধরা হয়- ছবি- শাকিল

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিরুদ্ধে একবারে ১০-১৫ গুণ হোল্ডিং ট্যাক্স বাড়ানোর অভিযোগ করেছেন বাসিন্দারা।

রোববার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ অভিযোগ এনে তা বন্ধের দাবি জানান করপোরেশনের বাসিন্দারা। এছাড়া অবিলম্বে বর্ধিত এ ট্যাক্স প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুমকিও দেন সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা।

'ডিএসসিসির অযৌক্তিক ও অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে' এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘আমরা ধানমন্ডিবাসী’ নামের সংগঠন।

সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের আহ্বায়ক শওকত হোসেন বলেন, দেশ-বিদেশের কোথাও একইসঙ্গে ১০ থেকে ১৫ গুণ হোল্ডিং ট্যাক্স বাড়ানোর রেকর্ড নেই। তাই ডিএসসিসি’র চাপিয়ে দেওয়া অযৌক্তিক, অস্বাভাবিক ও নজীরবিহীন হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত মানবে না রাজধানীবাসী। হোল্ডিং ট্যাক্সের সমতায়নের নামে বর্ধিত অযৌক্তিক ও অস্বাভাবিক কর অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় পর্যায়ক্রমে কঠোর আন্দোলনের পথ বেছে নেওয়ার কথা বলেন তারা।

সংবাদ সম্মেলন থেকে তারা পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- হোল্ডিং ট্যাক্সের সমতায়নের নামে বর্ধিত অযৌক্তিক ও অস্বাভাবিক কর অবিলম্বে বাতিল করা, ট্যাক্স বৃদ্ধির আগে নগরবাসীর সঙ্গে মতবিনিময় করে আইন অনুযায়ী ট্যাক্স নির্ধারণ করা, ঢালাওভাবে আবাসিক ভবনে বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণ না করা, নিয়মানুযায়ী পাঁচ বছর পরপর হোল্ডিং ট্যাক্স বাড়াতে হবে এবং প্রস্তাবিত ট্যাক্স যেন কারো জন্য বোঝা না হয় সে ব্যবস্থা নেওয়া।

এছাড়া দাবি আদায়ে সংবাদ সম্মেলন থেকে তিন দফা কর্মসূচি ঘোষণা করেন বক্তারা। ঘোষিত কর্মসূচিগুলো হলো- আগামী ১৬ নভেম্বর সিটি মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের কাছে স্মারকলিপি প্রদান, ১৮ নভেম্বর মিরপুর রোডে মানববন্ধন এবং সবশেষে দাবি আদায় না হওয়া পর্যন্ত ডিএসসিসিকে হোল্ডিং ট্যাক্স দেওয়া বন্ধ রাখা।

এরপরেও দাবি আদায় না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান ‘আমরা ধানমন্ডিবাসী’র আহ্বায়ক শওকত হোসেন।  

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জাহানারা বেগম, এম এ মতিন, গোলাম রব্বানি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসআইজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।