ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে যাত্রীর মারধরে রিকশাচালকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
রাজধানীতে যাত্রীর মারধরে রিকশাচালকের মৃত্যু

ঢাকা: রাজধানীতে বেশি ভাড়া চাওয়ায় যাত্রীর মারধরে আহত রিকশাচালক হাফিজুর রহমানের (৩৮) মৃত্যু হয়েছে। 

গত শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়।

নিহত হাফিজুর নওগাঁর মান্ডা উপজেলার বাসিন্দা। বর্তমানে মিরপুর-১ এর শাহ আলী এলাকায় থাকতেন।  

শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মনিরুজ্জামান জানান, শাহ আলী এলাকার ব্লক ‘সি’ এর ২ নম্বর রোডে রিকশা ভাড়া নিয়ে হাফিজুরের সঙ্গে যাত্রী আবুল হোসেন বাবুর কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে বাবু তাকে মারধর করেন।

এতে হাফিজুর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

তিনি জানান, বাবুকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য হাফিজুরের মরদেহ মর্গে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।