ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ২ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
দিনাজপুরে ২ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর: দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী সিপাহীপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

রোববার (১২ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন-শহরের দক্ষিণ বালবাড়ী সিপাহীপাড়া এলাকার শেখ রহমানের ছেলে মো. রসমত আলী (৫৫) ও একই এলাকার ইউনুস হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন (২৭)।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ৪০ পিস ইয়াবা ও ৪৫ পুড়িয়া হেরোইনসহ দুইজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।