ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ রেঞ্জের ৫ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ময়মনসিংহ রেঞ্জের ৫ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত  ময়মনসিংহ রেঞ্জের ৫ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: চলতি বছরের অক্টোবর মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ৫ কর্মকর্তা পুরস্কৃত হয়েছেন। 

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, শেরপুরের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম মিস্ত্রী, জামালপুর জেলার গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র ঘোষ, মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম তালুকদার ও জামালপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশফিকুর রহমান পুরস্কার পেয়েছেন। ।

 

রোববার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি তার কার্যালয়ে তাদের হাতে পুরস্কারের সনদ তুলে দেন।  

এ সময় অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঞাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭ 
এমএএএম/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।