ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
কালিয়াকৈরে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি বাসা থেকে নাজমা বেগম ওরফে বুলবুলি নামে (২৫) এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ নভেম্বর) বিকেলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিহত নাজমা টাঙ্গাইলের মধুপুরের হলুদিয়া এলাকার আব্দুল আজিজ ওরফে লেবু মিয়ার স্ত্রী।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, তেলিরচালা এলাকায় স্বামীর সঙ্গে বাসা ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন নাজমা। গত দু'দিন আগে তিনি নিখোঁজ হন। রোববার দুপুরে ওই এলাকায় ফজলুল হকের বাড়ির চারতলার একটি কক্ষ থেকে দুগন্ধ পেয়ে বাড়ির মালিক ওই কক্ষে উঁকি দিয়ে মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ বিকেলে গলা কাটা নাজমার মরদেহ উদ্ধার করে।

পরে ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূর সঙ্গে এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিলো। গত দু'দিন আগে তাকে ওই বাসায় ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পরে মরদেহ ওই বাসায় ফেলে পরকীয়া প্রেমিক পালিয়ে যায়। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।