ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শিগগিরই ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করা হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
শিগগিরই ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করা হবে

সংসদ ভবন থেকে: অতিবৃষ্টিতে সারাদেশে ৩ লাখ ৪১ হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, এ বছর অতি বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এ বছরের মতো কোনো বছরই এতো বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়নি। প্রধানমন্ত্রীর দফতর ও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে আমরা অতিদ্রুত সংস্কার কাজ শুরু করে দেবো।

রোববার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে ১৮তম অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে জাসদ দলীয় সংসদ সদস্য নাজমুল হক প্রধানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৩ লাখ কিলোমিটার এবং সড়ক ও জনপদ বিভাগের ৪১ হাজার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।

প্রধনমন্ত্রীর দফতর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দফতর থেকে তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে দ্রুত কাজ শুরু হবে।
 
জাতীয় পার্টির সদস্য রওশন আরা মান্নানের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। ভারি বর্ষণ হলে সেখানে পানি জমে যায়, এর কারণ হলো ড্রেনগুলো পলিথিনসহ বিভিন্ন কারণে ভরে যায়। তবে এ ধরণের জলাবদ্ধতা কষ্ট আগামী বছর থেকে আর মোকাবেলা করতে হবে না। সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলেও সংসদকে জানান তিনি।
 
বছরের শেষ অধিবেশন শুরু, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসকে/এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।