ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ট্রেনে কাটা পরে শোভা (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরতলীর সুখরগর রেল লাইনে এ ঘটনা ঘটে। শোভা ওই এলাকার সবুজ আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, সকালে শিশুটি রেল লাইনের উপর খেলা করছিল। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পোড়াদহগামী সাটল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনিল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।