ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কর্ণফুলী পেপার মিলে শ্রমিক বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
কর্ণফুলী পেপার মিলে শ্রমিক বিক্ষোভ কর্ণফুলী পেপার মিলে শ্রমিক বিক্ষোভ

রাঙামাটি: রাঙামাটিতে কর্ণফুলী পেপার মিলে আবারো ফুঁসে উঠেছে শ্রমিক বিক্ষোভ।

রোববার (১২ নভেম্বর) দুপুরে বকেয়া বেতন ও মঞ্জুরী কমিশনের দাবিতে কেপিএম এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন।

কেপিএম-এর সিবিএ সংগঠনের সভাপতি আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মোক্তারের সঞ্চালনায় বিক্ষোভে বক্তব্য রাখেন- কেমিক্যাল প্লান্টের ফোরম্যান সামছুল আলম, শ্রমিক নেতা আবুল বশর প্রমুখ।

এসময় শ্রমিক নেতারা বলেন, নির্দিষ্ট সময়ের পর অতিরিক্ত কয়েকঘণ্টা, এমনকি রাত ১০টা পর্যন্ত কাজ করেও শ্রমিকরা কোনো মজুরি পাননা। তারপরও শ্রমিকরা কাজ করে যাচ্ছেন। এছাড়া কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই দুই শ্রমিক নেতাকে বহিষ্কার করেছে।

অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ সকল সমস্যা সমাধান না করা হলে আরও কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।