ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা ছানোয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা ছানোয়ার ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা ছানোয়ার

নেত্রকোনা: পঞ্চমবারের মতো ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

রোববার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি নিজ কার্যালয়ে কাজের স্বীকৃতিস্বরূপ ছানোয়ার হোসেনকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার দেন।

ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, নেত্রকোনা সদরসহ পূর্বধলা উপজেলায় তিনি ১ হাজার ২৭০ গ্রাম হেরোইন, তিন হাজার ৭০০ পিস ইয়াবা, ৪৩৮ কেজি গাঁজা, ১৬৬ লিটার চোলাই মদ, ১৬৪ পিস নেশা জাতীয় ইনজেকশন, ১৮০ বোতল বিদেশি মদ, ৩২২ বোতল ফেনসিডিল জব্দ ও ৪৭১ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেন তিনি।

তিনি আরো বলেন, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরীর দিকনির্দেশনা না পেলে এসবের কোনো কিছুই সম্ভব হতো না। স্যার আমাকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন দিয়েছেন সবসময়।

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁইয়া, নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নূরুল ইসলাম, সৈয়দ হারুন অর রশিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।