ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে চাচিকে কুপিয়ে জখম, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
মাধবপুরে চাচিকে কুপিয়ে জখম, যুবক আটক

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে চাচিকে কুপিয়ে জখম করেছে বাবুল নামে এক যুবক। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় দেবীপুর গ্রামের আজগর আলীর স্ত্রী মনোয়ারা বেগমকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার ভাসুর হাসেন আলীর ছেলে বাবুল। এ সময় মনোয়ারার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে দায়িত্বরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে মনোয়ারাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুলকে আটক করে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, বাবুল কিছুটা মানসিক ভারসাম্যহীন।

রাত পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখার পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।