ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে ১০৩ পিস ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
লৌহজংয়ে ১০৩ পিস ইয়াবাসহ যুবক আটক লৌহজংয়ে ১০৩ পিস ইয়াবাসহ যুবক আটক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১০৩ পিস ইয়াবাসহ মো. জসিম মাতবর (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার উত্তর যশলদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জসিম ওই এলাকার আবুল মাতবরের ছেলে।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মা. নাহিদ হাসান জনি বাংলানিউজকে বলেন, ১০৩ পিস ইয়াবাসহ জসিমকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার ৯০০ টাকা।

তার বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।