ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খাবারের সঙ্গে নেশাদ্রব্য, ৫ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
খাবারের সঙ্গে নেশাদ্রব্য, ৫ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি

ঢাকা: রাজধানীর লালবাগ এলাকার আজিমপুরে বাসায় দুপুরে খাবারের সঙ্গে নেশাদ্রব্য খেয়ে একই পরিবারের পাঁচজন অচেতন হয়ে পড়েছেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যার দিকে অচেতন ওই পাঁচ নারী-শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থরা হলেন- মনিরা খাতুন (৩৫) ও তার দুই শিশু সন্তান মাহি আবির (৫) ও মোনতাহিনা (৩)।

তাদের সঙ্গে রয়েছেন তাদের বাসার দুই গৃহকর্মী পাপিয়া (৩০) ও কলি (২০)।

মনিরার স্বামী আইনজীবী মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, পরিবারের সদস্যদের নিয়ে আজিমপুরের শেখ সাহেব বাজার এলাকার একটি সাত তলার ভবনের ৫ম তলায় ভাড়া থাকেন তিনি। দুপুরে খাবার খেয়ে তার ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন।

তিনি বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। খবর পেয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি। এখনও বিস্তারিত জানি না। অসুস্থদের জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।

‘তবে গৃহকর্মী কলি হাসপাতালের কর্তব্যরত পুলিশদের জানিয়েছে, দুপুরের খাবারের সঙ্গে নেশাদ্রব্য খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। ’

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফুড পয়জনিং নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।