ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে বিদ্যুতের আলোয় আলোকিত ৩২৩ পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
নন্দীগ্রামে বিদ্যুতের আলোয় আলোকিত ৩২৩ পরিবার নন্দীগ্রামে বিদ্যুতের আলোয় আলোকিত ৩২৩ পরিবার

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের চৌদিঘী গ্রামে বিদ্যুতের আলোয় আলোকিত হলো ৩২৩টি পরিবার। 

রোববার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে সুইচ টিপে বিদ্যুতায়নের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
 
পরে নন্দীগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মাহাফুজার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি।

বিদ্যুতায়নে ব্যয় হয়েছে ৫১ লাখ ৮৭ হাজার টাকা।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এজিএম রেজাউল করিম, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির, নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) নুর অমিন, পল্লী বিদ্যুতের ইন্সপেক্টর আব্দুস সাত্তার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।