ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সিরামিক কারখানায় আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
গাজীপুরে সিরামিক কারখানায় আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া নয়নপুর এলাকায় আর কে সিরামিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 

সোমবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।  

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে  জানান, ধনুয়া নয়নপুর এলাকায় আর কে সিরামিক কারখানায় একটি কক্ষে সুইচ গিয়ার বক্সে শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে ওই কারখানার ৪টি সুইচ বোড পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭     
আরএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।