ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ৬টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
শিবগঞ্জে ৬টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১ শিবগঞ্জে ৬টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

চাঁপাইনবাবগ‌ঞ্জ: চাঁপাইনবাবগ‌ঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে দু’টি পিস্তল, চারটি রিভলবার, চারটি ম্যাগ‌জিন, ১৮ রাউন্ড গু‌লি ও একটি রামদাসহ মজনু মিয়া (৫৫) না‌মে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদ   আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মজনু মিয়ার বা‌ড়িতে অভিযান চালানো হয়।

এসময় তার খাটের নিচে এসব অস্ত্র ও গুলি পাওয়ায় তাকে আটক করা হয়। অস্ত্রগুলো   ভারত থেকে আনা হয়েছিল। তবে সেগুলো কোথায় পাঠানো হচ্ছিল তা এখনো জানা যায়নি। আটক মজনু মিয়াকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।