ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জাফলংয়ে পাথর উত্তোলনের সময় টিলা ধসে নারী শ্রমিক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
জাফলংয়ে পাথর উত্তোলনের সময় টিলা ধসে নারী শ্রমিক নিহত

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলনকালে টিলা ধসে শম্পা দাস ওরফে চম্পা (১৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। একই সময় আহত হয়েছে আরো তিন শ্রমিক।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে দেশের অন্যতম বড় পাথরকোয়ারি জাফলংয়ের মন্দিরের জুম পাহাড় এলাকার নান্নু মিয়ার পাথরকোয়ারিতে এ ঘটনা ঘটে।  

নিহত শম্পা নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার শ্যামপুর এলাকার রণজিৎ দাসের মেয়ে।

শম্পা জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় থেকে পাথর তোলার কাজ করতেন।

আহতরা হলেন- জুথী বিকাশ সরকার (৪৫) ছেলে দীপ্ত সরকার (১৪) এবং তার ভাই অজিত সরকার (২২)।

আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনকালে টিলা ধসে শ্রমিকের হতাহতের ঘটনা ঘটে। ময়ন তদন্তের জন্য নিহতের মরদেহ ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন হতাহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় নান্নু মিয়াকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা,  নভেম্বর ১৩, ২০১৭
এনএই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।