ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
বগুড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি বগুড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি/ ছবি: আরিফ জাহান

বগুড়া: সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়ার দাবিতে বগুড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌরসভা চত্বরে দিনব্যাপী এ কর্মসূচি পালন করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের বগুড়া জেলার সভাপতি আহমেদ কামরুল হাসাননের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিপ্লব, রাজশাহী বিভাগীয় পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আল মেহেদী হাসান, বগুড়া পৌরসভার সচিব মো. ইমরোজ মুজিব, নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবু জাফর মো. রেজা, প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ, হিসাব রক্ষক দেওয়ান আহসানুর রাশেদ, সেনেটারি ইন্সপেক্টর মো. শাহ আলী খান, বগুড়া পৌর কর্মচারী সংসদের সভাপতি এ কে এম আকিল আহমেদ, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ যাদব, দুপচাঁচিয়া পৌরসভার সচিব কার্তিক চন্দ্র দাস, নুরেশ জোহরা প্রমুখ।

বক্তারা স্থানীয় সরকার বিভাগের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাও সরকারি কোষাগার থেকে দেওয়ার জোরালো দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।