ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
টঙ্গীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর বড় দেওড়া এলাকায় দেলোয়ার হোসেন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এলাকার একটি ভাড়া বাড়ি থেকে  মরদেহটি উদ্ধার করা হয়। দেলোয়ার টঙ্গীর এরশাদ নগর ১ নম্বর ব্লক এলাকার বাসিন্দা।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, ওই এলাকায় ফজিলত বেগমের ভাড়া বাড়ির একটি কক্ষ পাঁচদিন আগে ভাড়া নেয় দেলোয়ার। সকালে বাইরে থেকে দরজা তালা বন্ধ দেখে বাড়ির মালিকের সন্দেহ হলে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষের তালা ভেঙে দেলোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ রেখে বাহির থেকে তালা দিয়ে পালিয়ে গেছে।  

ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান এসআই সিদ্দিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭     
আরএস/এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।