ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় ডিএনসিসি’র অভিযান, ভাঙা পড়ছে বাড়ির সিঁড়ি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
উত্তরায় ডিএনসিসি’র অভিযান, ভাঙা পড়ছে বাড়ির সিঁড়ি উত্তরায় ডিএনসিসি’র অভিযান

ঢাকা: দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে বাসা বাড়ির সিঁড়ি, র‌্যাম্প করে বসবাস করছেন এক শ্রেণীর দখলদাররা। একাধিকার নোটিশ ও মাইকিং করে সরানো যায়নি এসব স্থাপনা। এবার বাধ্য হয়ে উত্তরা ১১নং সেক্টরে উচ্ছেদে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
 

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে উত্তরায় এ অভিযান পরিচালনা করা হয়।  
 
অভিযানের শেষ খবর পাওয়া পর্যন্ত ২০টি বাড়ির সিড়ি, র‌্যাম্প ও বাড়ির বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়েছে।

এখনো বেশ কিছু বাড়ি রয়েছে, যেগুলোর তৈরি করা হয়েছে রাস্তা দখল করে। এসব বাড়ির বর্ধিতাংশ ভাঙা পড়বে।
 
সাজিদ আনোয়ার বাংলানিউজকে বলেন, আমরা আগে নোটিশ ও মাইকিং করেছি, কেউ নিজ উদ্যেগে অপসারণ করেননি। তাই বাধ্য হয়ে উচ্ছেদ করতে  হচ্ছে। উত্তরা ১১নং সেক্টরে আমাদের রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। কাজ করতে গিয়ে দেখা গেছে ৩০ ফুট রাস্তার কোথাও কোথাও ২০ ফুটও নেই। রাস্তা প্রসস্ত করণের কারণেই উচ্ছেদ করতে হচ্ছে। ‌’
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।