ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
ফুলবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি  ফুলবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। 

সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মবিরতি চলে।  

কর্মবিরতি চলাকালে সমাবেশে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন-পৌরসভার সচিব হারুন অর রশিদ, সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, সরকার আমাদের দাবি পূরণ করে নিলে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম সচল হবে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।