ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে মাছ শিকারে সহায়তা, বন কর্মকর্তাসহ বরখাস্ত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
সুন্দরবনে মাছ শিকারে সহায়তা, বন কর্মকর্তাসহ বরখাস্ত ৪

বাগেরহাট: সুন্দরবনের নিষিদ্ধ নদী-খালে অর্থের বিনিময়ে জেলেদের মাছ শিকারে সহায়তা করার অভিযোগে স্টেশন কর্মকর্তাসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদল হাসান বাংলানিউজকে বিষয়টি জানান। এর আগে ১৩ নভেম্বর তিনি তাদের বরখাস্ত করেন।

তারা হলেন- সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) মো. নুরুজ্জামান, বন প্রহরী কাউয়ুম শেখ (এফজি), নৌকা চালক (বিএম) সাইফুল ইসলাম ও আব্দুর রব।

মো. মাহমুদল হাসান বাংলানিউজকে বলেন, ১ নভেম্বর সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের মাছ শিকারে নিষিদ্ধ আন্ধারিয়া খালে পাঁচটি জেলে নৌকা প্রবেশ করে মাছ শিকার করছিল। এসময় বনবিভাগের কর্মীরা দুটি নৌকাকে আটক করে। পরে তাদের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

এ অভিযোগের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মেহেদী জামানকে ঘটনাটি তদন্ত করতে তিনি নির্দেশ দেন। পরে তদন্ত শেষে ৮ নভেম্বর চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. নুরুজ্জামানসহ চারজনের সম্পৃক্ততা পেয়ে তাদের বিরুদ্ধে একটি প্রতিবেদন জমা দেন মেহেদী জামান। এ পরিপ্রেক্ষিতে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

তাদের কর্মস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।