ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

প্রত্যেক এসিল্যান্ড গাড়ি পাবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
প্রত্যেক এসিল্যান্ড গাড়ি পাবেন

সংসদ ভবন থেকে: দেশের প্রত্যেক সহকারী কমিশনার (ভূমি)-এসিল্যান্ড একটি করে গাড়ি পাবেন বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। তাদের মাঝে বিতরণের জন্য ইতিমধ্যে ১০০ গাড়ি কেনা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গাজী ম. ম আমজাদ হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

ভূমিমন্ত্রী বলেন, সরকারের সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নে সহকারী কমিশনারদের (ভূমি) অনেক দৌড়াদৌড়ি করতে হয়।

তাদের মাঝে মাঝে অভিযানও পরিচালনা করতে হয়। কাজেই তাদের সবারই গাড়ি দরকার। এরইমধ্যে ১০০ গাড়ি কেনা করা হয়েছে, আরও গাড়ি কেনা হবে। পর্যায়ক্রমে সব জেলা-উপজেলা পর্যায়ের এসিল্যান্ডদের গাড়ি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।