ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সামাজিক প্রচারাভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
কাপ্তাইয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সামাজিক প্রচারাভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে জনসচেতনতা বৃদ্ধি ও দক্ষ জনপদ গড়তে সামাজিক প্রচারাভিযান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট (সেইফ) প্রকেল্পর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ৩নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাই সা অং মার্মা, সেইপ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা মনজুরুল হক।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।