ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁ শহর শিবির সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
নওগাঁ শহর শিবির সভাপতি গ্রেফতার

নওগাঁ: নওগাঁ শহর ছাত্রশিবিরের সভাপতি মো. মিজানুর রহমানকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। মিজানুর আত্রাই উপজেলার বড়াইকুড়ি গ্রামের মো. হাফিজুল ইসলামেরে ছেলে।

তিনি নওগাঁ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসএই) আনাম মোল্লা বাংলানিউজকে জানান, মিনাজুর রহমান তার সংগঠনে সক্রিয় থেকে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিলেন। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের ডিগ্রির মোড়ে বাঙ্গাবাড়িয়ার একটি মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিজানুরের বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।