ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে কৃষকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
গোদাগাড়ীতে কৃষকের মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শ্যামল কুণ্ড (৪২) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার আদারপাড়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শ্যামল উপজেলা দুর্গাপুর গ্রামের মৃত শেন দাশের ছেলে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বাংলানিউজকে বলেন, শ্যামলের স্ত্রী দশরতি রানী পুলিশকে জানিয়েছেন তার স্বামী লিভার ক্যান্সারে ভুগছিলেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না তিনি। এ জন্য বাড়ির পেছনে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তার স্বামী। ঘটনাটি রাতের কোনো এক সময় ঘটলেও তারা সকালে বিষয়টি দেখে থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রতিবেদনে অন্য কিছু পেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি হিপজুর।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।